
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): ভারতীয় রেলওয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে যাত্রীদের টিকিটের ভাড়ায় সামান্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ভাড়া সংশোধনের ফলে সাধারণ যাত্রীদের উপর অতিরিক্ত চাপ খুবই সীমিত থাকবে। নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে যাত্রীদের মাত্র ১০ টাকা অতিরিক্ত দিতে হবে।
রেলওয়ের দাবি, গত এক বছরে তাদের অপারেশনাল খরচ প্রায় আড়াই লক্ষ কোটি টাকারও বেশি বেড়েছে। এই ব্যয় বৃদ্ধির ভারসাম্য রক্ষা করতে একদিকে যেমন পণ্য পরিবহণ (মালবাহী পরিষেবা) বাড়ানো হচ্ছে, তেমনই অন্যদিকে যাত্রী ভাড়ায় সীমিত যুক্তিকরণ করা হয়েছে।
রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ভাড়া বৃদ্ধি ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং এর ফলে চলতি অর্থবর্ষে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে। সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। মেল ও এক্সপ্রেস নন-এসি শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা এবং এসি শ্রেণিতেও প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
তবে শহরতলিতে পরিষেবা এবং মাসিক সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি। এছাড়া সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত থাকছে।
রেল মন্ত্রক আরও জানিয়েছে, গত এক দশকে রেলওয়ের নেটওয়ার্ক ও পরিষেবা পরিকাঠামোয় উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। যাত্রী নিরাপত্তা ও পরিষেবার মান উন্নত করতে জনবল বৃদ্ধি করা হয়েছে। এর ফলে জনবলের জন্য খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। পেনশন সংক্রান্ত ব্যয় বেড়ে হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে রেলওয়ের মোট অপারেশনাল খরচ দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা।
মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, এই বাড়তি ব্যয় সামাল দিতে রেলওয়ে অধিক মালবাহী পরিবহণে জোর দিচ্ছে এবং যাত্রী ভাড়ায় সীমিত সংশোধন করা হয়েছে। নিরাপত্তা ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ফলে রেলওয়ে উল্লেখযোগ্য উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাল পরিবহণকারী রেল নেটওয়ার্কে পরিণত হয়েছে।
সম্প্রতি উৎসবের মরশুমে ১২ হাজারেরও বেশি ট্রেনের সফল পরিচালনাও রেলওয়ের উন্নত অপারেশনাল দক্ষতার উদাহরণ বলে জানিয়েছে মন্ত্রক। সামাজিক দায়িত্ব বজায় রেখেই ভবিষ্যতেও দক্ষতা বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে রেলওয়ের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
---------------
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য