
মালদা, ২১ ডিসেম্বর (হি. স. ) : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে৷ এই নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি৷ মালদা জেলায় শুরু রাজনৈতিক তরজা৷
আগামী ২ জানুয়ারি জেলায় আসার কথা রয়েছে বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ চাঁচলের কলমবাগান মাঠে জনসভা করার কথা রয়েছে তাঁর৷ ইতিমধ্যে তার প্রচার শুরু করেছে গেরুয়া শিবির৷
হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতিপুর ও রতুয়া বিধানসভা কেন্দ্র নিয়ে সেই সভা হবে৷ সভার জন্য দলের তরফে মাঠের মালিকের কাছ থেকে অনুমতির শংসাপত্র নেওয়া হয়েছে৷ নিয়ম মেনে সভার অনুমতি চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে চাঁচল থানার আইসি ও চাঁচল মহকুমা শাসককে৷
মহকুমা শাসকের দফতরের আধিকারিকরা জানিয়েছেন, পুলিশের এনওসি পাওয়া গেলেই প্রশাসনের তরফে সভার অনুমতি দিয়ে দেওয়া হবে৷ কিন্তু চাঁচল থানার পুলিশ গেরুয়া শিবিরকে সাফ জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে এই সভার অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না৷
বিজেপির অভিযোগ, তৃণমূলের চাপে পুলিশ সভার অনুমোদন দিচ্ছে না৷ কী কারণে সভার অনুমতি দেওয়া হচ্ছে না, সেটাও পুলিশ কিংবা প্রশাসন জানাচ্ছে না৷ তাই সভার অনুমতি চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির৷
প্রসঙ্গত, প্রচারের ময়দানে আসন্ন বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে৷ ইতিমধ্যে একাধিক সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পিছিয়ে নেই বিজেপিও৷ শনিবার রাজ্যে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বাম-কংগ্রেসের তরফেও নিয়মিত মিটিং-মিছিল করা হচ্ছে
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত