বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও তার প্রভাব নিয়ে উদ্বেগ মোহন ভাগবতের
কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স. ) : বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মনে করেন সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলকাতায় রবিবার তিনি বলেন, এই পরিস্থিতির প্রভাব যে পশ্চিমবঙ্গে পড়ছে, তা অস্বীকার করার উপায় নেই।
মোহন ভাগবত


কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স. ) : বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মনে করেন সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলকাতায় রবিবার তিনি বলেন, এই পরিস্থিতির প্রভাব যে পশ্চিমবঙ্গে পড়ছে, তা অস্বীকার করার উপায় নেই।

প্রতিবেশী দেশে লাগামছাড়া হিন্দু নিধন। গত কয়েকদিনে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারে বেড়ে গিয়েছে কয়েকগুণ। ইউনুসের বাংলাদেশ হয়ে উঠেছে আতঙ্কের আরেক নাম। এ ব্যাপারে তাঁর বক্তব্য, সীমান্ত খোলা থাকবে কি না, সে সিদ্ধান্ত সরকারের। তবে সীমান্ত খোলা থাকলে কে ঢুকছে, কীভাবে ঢুকছে - তার দায়ও সরকারকেই নিতে হবে। শুভেন্দু অধিকারী, কাজী মাসুম আখতার ও খগেন মুর্মুর মতো ব্যক্তির প্রশ্নের উত্তরে এ ব্যাপারে মোহন ভাগবত তাঁর ভাবনার কথা জানান।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের নিপীড়ন প্রসঙ্গে সংঘপ্রধান বলেন, ভারতের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তাঁর মত, শুধু ভারত নয়, বিশ্বের সর্বত্র হিন্দু সমাজেরই বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো উচিত।

তাঁর মতে, ভারত সরকারের কোনও পদক্ষেপ করা উচিত। তবে তা একান্তই কেন্দ্রের সিদ্ধান্ত।

তাঁর কথায়, ”হিন্দুদের শক্তি বাড়ছে। আগেও হিন্দু ছিল, কিন্তু তাদের শক্তি ছিল না। এখন সেটা আস্তে আস্তে বাড়ছে। ভারতকে বড় হতে হবে। আর ভারত বড় হলে হিন্দু‌ও বাড়বে। তাই দুনিয়ার যারা দুষ্টু লোক, তার ভয় পাচ্ছে। তাই তো নিরন্তর ভারতের অনিষ্ট করতে চাইছে।”

গত কয়েকদিন বাংলাদেশের মৌলবাদীদের তাণ্ডব চিত্র ভয় ধরিয়েছে। আতঙ্কিত এপার বাংলার মানুষজনও। পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুদের প্রতি নির্যাতন নিয়ে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। স্পষ্ট বলা হয়েছে, সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নিক দায়িত্বশীল অন্তর্বর্তী সরকার। এই পরিপ্রেক্ষিতের কথা তুলে ধরেই আরএসএস প্রধানের বক্তব্য, হিন্দুরা জোটবদ্ধ না হলে যে কত বড় বিপদ আসতে পারে, তার আদর্শ নিদর্শন বাংলাদেশের ঘটনাবলী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande