
গোসাবা, ২১ ডিসেম্বর (হি. স.): রবিবার সুন্দরবনে এলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভুপেন্দ্র যাদব। রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু কমাতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে। রবিবার সুন্দরবনে একটি সরকারি বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি
তিনি বলেন, “ রেলকে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করার জন্য বলা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারদের হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে।” এছাড়াও হাতির হামলায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও সরলীকরণ করা হয়েছে বলে জানান তিনি। এদিন প্রোজেক্ট এলিফ্যান্ট স্টেয়ারিং কমিটি ও জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কতৃপক্ষের সঙ্গে বিশেষ বৈঠক করেন। কেন্দ্রীয় মন্ত্রী এদিন রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, “ সুন্দরবনের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে না।” যদিও এই অভিযোগকে নস্যাৎ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি বলেন, “পরিকাঠামো উন্নয়নের পথে সব থেকে বড় বাধা দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবাংলার সাথে বিমাতৃ সুলভ আচরন করছে। বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে যে পরিকাঠামো উন্নয়ন রাজ্য সরকার করার উদ্যোগ নিয়েছে সেখানেও ছাড়পত্র দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। জিএসটির টাকা কেটে নিয়ে যাচ্ছে। সর্বোপরি কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক রাজ্য বন দফতরের সঙ্গে কোনও সহায়তা করছে না, আর এখানে এসে মিথ্যা অভিযোগ করছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা