
কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স. ): “সরকার আসবে-যাবে, কিন্তু ধর্ম থাকবে”। আরএসএস-এর শতবর্ষের মঞ্চে দাঁড়িয়ে রবিবার সংঘপ্রধান মোহন ভাগবৎ এই মন্তব্য করেন। সেই সঙ্ঘে বলেন, “সরকারের কাজ ধর্মস্থান তৈরি করা নয়”।
দিঘায় জগন্নাথধাম বা মহাকাল মন্দির নির্মাণে সরকারি ভূমিকা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে বিভিন্ন মহলে। এ সম্পর্কে প্রশ্নের উত্তরে
নিজের অবস্থান স্পষ্ট করেন ভাগবৎ। তাঁর মতে, “সরকার নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণে সহায়তা করতে পারে, কিন্তু সরাসরি ধর্মীয় নির্মাণ আইনসঙ্গত কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।”
মুর্শিদাবাদে প্রস্তাবিত মসজিদ নির্মাণ এবং সরকারি অর্থে ধর্মীয় পরিকাঠামো গড়ে তোলা নিয়েও প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, সংঘ মুসলিম বিরোধী - এই ধারণা সম্পূর্ণ ভুল। যাঁরা কাছ থেকে সংঘকে দেখেছেন, তাঁরাই জানেন আরএসএস কোনও ধর্মের বিরোধী নয়। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করতে পারে বলেই তাঁর মত।
সব মিলিয়ে, মোহন ভাগবতের বক্তব্যে স্পষ্ট - রাজনৈতিক প্রশ্নে সংযম, আর সমাজ ও ধর্মের প্রশ্নে স্বতন্ত্র অবস্থানেই থাকতে চায় সংঘ নেতৃত্ব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত