“রাজনৈতিক পরিবর্তন আনার দায়িত্ব ভোটারদেরই“, মোহন ভাগবতের
কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.) : আসন্ন মন্তব্য বিধানসভা নির্বাচন বাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর সম্ভাবনা নিয়ে সরাসরি মন্তব্যে গেলেন না সংঘপ্রধান মোহন ভাগবৎ। এই প্রশ্নে ভবিষ্যদ্বাণী না করেও তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন আনার দায়িত্ব ভোটারদেরই। আরএ
মোহন ভাগবতের


কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.) : আসন্ন মন্তব্য বিধানসভা নির্বাচন বাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর সম্ভাবনা নিয়ে সরাসরি মন্তব্যে গেলেন না সংঘপ্রধান মোহন ভাগবৎ। এই প্রশ্নে ভবিষ্যদ্বাণী না করেও তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তন আনার দায়িত্ব ভোটারদেরই।

আরএসএস-এর শতবর্ষের মঞ্চে দাঁড়িয়ে বাংলার ভোট-রাজনীতি নিয়ে সরাসরি দিশা না দেখালেও তাঁর কথায়, রাজনীতি নয়, সমাজ পরিবর্তন নিয়েই ভাবেন তিনি। রাজ্যে পরিবর্তন হবে কি না, তা জনগণই ঠিক করবেন।

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই কলকাতায় আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলেন সংঘ প্রধান মোহন ভাগবৎ। রবিবারের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখিও হন তিনি। রাজনীতি থেকে বাংলাদেশ পরিস্থিতি, অনুপ্রবেশ, ধর্ম ও সরকারের ভূমিকা - একাধিক স্পর্শকাতর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন আরএসএস প্রধান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande