
গোয়ালিয়র, ২১ ডিসেম্বর (হি.স.): এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো গোয়ালিয়ার| ট্রাক উল্টে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের| রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি ট্রাক উল্টে ৯০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। রোদ পোহানোর জন্য বাড়ির বাইরে বসেছিলেন ওই বৃদ্ধ। একটি নুড়ি বোঝাই ট্রাক তাঁর উপর উল্টে যায়। মৃত ব্যক্তির নাম গিরিরাজ শর্মা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। বাহোদাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নীচ থেকে মৃতদেহটি উদ্ধার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ