বাঁকুড়ার সিমলাপালে বাঘ আতঙ্ক
বাঁকুড়া, ২১ ডিসেম্বর (হি.স.) : বাঁকুড়া জেলায় ফের বাঘ আতঙ্ক ছড়াল। রবিবার সকালে সিমলাপাল থানা এলাকার দুবরাজপুর অঞ্চলের রায়বাঁধ এলাকায় বাঘের মতো পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আল
বাঁকুড়ার সিমলাপালে বাঘ আতঙ্ক


বাঁকুড়া, ২১ ডিসেম্বর (হি.স.) :

বাঁকুড়া জেলায় ফের বাঘ আতঙ্ক ছড়াল। রবিবার সকালে সিমলাপাল থানা এলাকার দুবরাজপুর অঞ্চলের রায়বাঁধ এলাকায় বাঘের মতো পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আলু ক্ষেতে কাজ করতে গিয়ে কয়েকজন গ্রামবাসী মাঠে বড় আকারের পায়ের ছাপ দেখতে পান। পাশাপাশি ঘন কুয়াশার মধ্যে দূর থেকে বাঘের মতো দেখতে একটি অজ্ঞাত প্রাণীকেও দেখতে পাওয়া যায় বলে দাবি করা হয়। কুয়াশার কারণে প্রাণীটিকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রথমে অনেকে ভেবেছিলেন এটি কোনও কুকুর, তবে পায়ের ছাপের আকার বড় হওয়ায় সন্দেহ তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন। তবে প্রাথমিক তদন্তে পায়ের ছাপটি বাঘের নয় বলে জানিয়েছেন বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের আধিকারিক প্রদীপ বাউড়ি। তিনি জানান, পায়ের ছাপগুলি বাঘরোলের বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় একটি বাঘ ধরা পড়েছিল। পাশাপাশি কিছুদিন আগে বিষ্ণুপুরের বাঁকাদহ–জয়রামবাটি রাস্তায় একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় বন্যপ্রাণী সংক্রান্ত আতঙ্ক আরও বেড়েছে। তবে বন দফতর পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছে

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande