জি রাম জি বিল বাতিলের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল
আগরতলা, ২১ ডিসেম্বর (হি.স.) : এমজিএন রেগা-এর নাম পরিবর্তন করে পাস হওয়া ‘জি রাম জি বিল’ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ আন্দোলন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার রাজধানী আগরতলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করেন কংগ্
আগরতলায় বিক্ষোভ মিছিল


আগরতলা, ২১ ডিসেম্বর (হি.স.) : এমজিএন রেগা-এর নাম পরিবর্তন করে পাস হওয়া ‘জি রাম জি বিল’ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ আন্দোলন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার রাজধানী আগরতলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ মিছিল করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। মিছিল শেষে শহরের মাঝামাঝি স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে দেশের কর্পোরেট গোষ্ঠী, জালিয়াত ও প্রতারক চক্রকে শক্তিশালী করছে। দেশের মাত্র ১ শতাংশ ধনীদের স্বার্থ সুরক্ষায় ভরসা করে একের পর এক আকর্ষণীয় প্রকল্প ঘোষণা করা হচ্ছে। যার ফলেই দেশের ৯৯ শতাংশ সাধারণ মানুষের আর্থিক ভিত ভেঙে পড়ছে বলে দাবি করেন তিনি।

প্রবীর চক্রবর্তী আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় সম্পদ, বিমান পরিষেবা, জল পরিবহণ, রেল পরিষেবা এবং বিভিন্ন উৎপাদনমুখী রাষ্ট্রীয় সংস্থা দ্রুত বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্র। সরকারি তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, এর ফলে কর্মী ছাঁটাই, বেকারত্ব বৃদ্ধি, মজুরি হ্রাস এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা চরম আকার নিচ্ছে। পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আর্থিক বৈষম্যও উদ্বেগজনকভাবে বাড়ছে।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এসব সমস্যার সমাধানে কোন কার্যকর উদ্যোগ না নিয়ে কেন্দ্রীয় সরকার আরও আগ্রাসী নীতি গ্রহণ করছে। স্বল্পকালীন সংসদ অধিবেশনের আগে ‘শ্রম কোড’-এর নামে আনা নতুন আইনগুলি শ্রমজীবী ও কৃষিজীবী মানুষের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। শুধু ন্যায্য অধিকারই কেড়ে নেওয়া হয়নি, বরং সামাজিক ও আর্থিক নিরাপত্তাও ব্যাপকভাবে বিপন্ন হয়েছে বলে দাবি তাদের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande