
হুগলি, ২১ ডিসেম্বর (হি.স.): হুগলির মগরায় স্বামীকে খুনের অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে| এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়| জানা গেছে ওই ব্যক্তির নাম প্রসেনজিৎ দাস (৩৬)| তাকে খুনের অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়| সেই ঝগড়ার মুহূর্তে তার উপরে একটি ছুরি দিয়ে হামলা করে স্ত্রী রত্না দাস| অভিযোগ এমনই। তাকে আটক করেছে মগরা থানার পুলিশ। প্রসেনজিতের পরিবারের অভিযোগ, বিবাহ বর্হিভূত সম্পর্কের জন্যই অশান্তির সূত্রপাত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ