শিলিগুড়িতে মাদক চোরাচালানের চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার চার
শিলিগুড়ি, ২১ ডিসেম্বর (হি.স.) : ভক্তিনগর থানার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং পুলিশ শনিবার গভীর রাতে শিলিগুড়ির শালুগাড়া চার লেনের উড়ালপুলের নীচে অভিযান চালিয়ে ২০ কেজি মাদকের পাউডার, ৮২০ গ্রাম ব্রাউন সুগার, অ্যাসিড এবং তরল ভর্তি বোতল সহ চারজ
শিলিগুড়িতে মাদক চোরাচালানের চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার চার


শিলিগুড়ি, ২১ ডিসেম্বর (হি.স.) : ভক্তিনগর থানার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং পুলিশ শনিবার গভীর রাতে শিলিগুড়ির শালুগাড়া চার লেনের উড়ালপুলের নীচে অভিযান চালিয়ে ২০ কেজি মাদকের পাউডার, ৮২০ গ্রাম ব্রাউন সুগার, অ্যাসিড এবং তরল ভর্তি বোতল সহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে।

ধৃত পাচারকারীরা হলেন জলপাইগুড়ির বাসিন্দা অজিত রায় (২৪), মালদার বাসিন্দা সাইদুল শেখ (৪৮), এবং বিহারের বিনয় কুমার (২২) এবং তাসারউদ্দিন (২৫), উভয়ই। বাজেয়াপ্ত পণ্যের মূল্য আনুমানিক ১ কোটি টাকা (প্রায় ১ কোটি টাকা)। ভক্তিনগর থানার পুলিশ পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande