
রায়পুর, ২১ ডিসেম্বর(হি.স.) : রবিবার সকালে প্রয়াত হয়েছে ছত্তিশগড় সরকারের বনমন্ত্রী কেদার কাশ্যপের মা মানকি দেবী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শেষ-নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার বনমন্ত্রী কেদার কাশ্যপ নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদের কথা জানান। । লেখেন, তাঁর পূজনীয়া মা মানকি দেবী কাশ্যপ আর আমাদের মধ্যে নেই। রবিবার দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা বস্তার জেলার ভানপুরি ফরসাগুড়া গ্রামে তাঁকে শেষ দেখা দেখতে পারবেন। পরে বিকেল ৪টায় নিজ গ্রাম ভানপুরি ফর্সাগুড়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মানকি দেবীর শারীরিক অবস্থা ভালো ছিল না। চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই শোকের মুহূর্তে রাজনৈতিক ও সামাজিক মহল থেকে কেদার কাশ্যপের পরিবারকে সমবেদনা জানানো হচ্ছে।
এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে জানান, মন্ত্রিসভার সহকর্মী কেদার কাশ্যপের পূজনীয়া মাতাজির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি প্রয়াত মানকি দেবীর আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যেন শোকসন্তপ্ত পরিবার এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি লাভ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য