ডাম্পারের ধাক্কায় বাইক-আরোহী দম্পতির মৃত্যু রায়গঞ্জে
উত্তর দিনাজপুর, ২২ ডিসেম্বর (হি.স.): ডাম্পারের ধাক্কায় বাইক-আরোহী দম্পতির মৃত্যু হল। সোমবার দুপুর নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৃষ্ণমুড়ি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নুর মহম্মদ (৫৪) ও ফতেমা বিবি (৪৩)। তাঁরা রায়গঞ
ডাম্পারের ধাক্কায় বাইক-আরোহী দম্পতির মৃত্যু রায়গঞ্জে


উত্তর দিনাজপুর, ২২ ডিসেম্বর (হি.স.): ডাম্পারের ধাক্কায় বাইক-আরোহী দম্পতির মৃত্যু হল। সোমবার দুপুর নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৃষ্ণমুড়ি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নুর মহম্মদ (৫৪) ও ফতেমা বিবি (৪৩)। তাঁরা রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের কাছনাবাড়ির বাসিন্দা। এ দিন বাইকে করে তাঁরা রায়গঞ্জের পানিশালার গোয়ালপাড়া থেকে নাগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় করণদিঘি-অভিমুখী একটি ডাম্পার তাঁদের বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। বাইক-আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। তখন ডাম্পারটি তাঁদের পিষে দিয়ে সেখান থেকে চলে যায় বলে অভিযোগ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande