
বাঁকুড়া, ২২ ডিসেম্বর (হি.স.) : শহরের প্রাণকেন্দ্র মাচানতলা এলাকায় সমবায় বিপণিতে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীরা বিপণির তালা ভেঙে নগদ অর্থ ও মালপত্র চুরি করে পালিয়েছে।
সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, বিপণির দোতলায় কাপড় ও কসমেটিকস বিভাগের দুটি ক্যাশ বাক্স ভেঙে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা চুরি করা হয়েছে। শনিবারের বিক্রির টাকা ক্যাশ বাক্সে রাখা ছিল। হিসাব সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে না।
চোরেরা দোতলায় ওঠার রেলিং ও কাঠের কপাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। নগদ অর্থ ও কিছু সামগ্রী চুরির পাশাপাশি বিপণির দুই নৈশপ্রহরীর দুটি সাইকেলও নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার সময় নৈশপ্রহরীরা কিছুই টের পাননি, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
সমবায় বিপণির চেয়ারম্যান বিশ্বনাথ চট্টোপাধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনায় বিপণির আর্থিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট