সিইও দফতরের সামনে প্রবল উত্তেজনা, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) : কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের সিইও দফতরের সামনে সোমবার ফের উত্তেজনা ছড়ায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে বারবার অ্যাপে পরিবর্তন আনার অভিযোগে বিক্ষোভে শামিল হন বিএলওরা। বিক্ষোভকারীদের দাবি, হঠাৎ হঠাৎ নির্দেশ বদ
সিইও দফতরের সামনে প্রবল উত্তেজনা


কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স. ) : কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের সিইও দফতরের সামনে সোমবার ফের উত্তেজনা ছড়ায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে বারবার অ্যাপে পরিবর্তন আনার অভিযোগে বিক্ষোভে শামিল হন বিএলওরা।

বিক্ষোভকারীদের দাবি, হঠাৎ হঠাৎ নির্দেশ বদল এবং অ্যাপ আপডেটের জন্য কাজের চাপ বাড়ছে, তৈরি হচ্ছে বিভ্রান্তি, পাশাপাশি মানসিক চাপও চরমে উঠেছে। বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।

কড়া নিরাপত্তার মধ্যেই একজনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিএলওদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হলেও তা মিলছে না। কমিশনের সিদ্ধান্তের স্বচ্ছতা ও স্থিতিশীলতার দাবিতে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande