বাংলাদেশে দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডের প্ৰতিবাদ বাঙালি পরিষদ অসম-এর, পুড়লো ইউনূসের কুশপুতুল
হাফলং (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গর্জে উঠেছে বাঙালি পরিষদ অসম। গত তিনদন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার জানিয়ে
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জেলা কমিশনারের হাতে বাঙালি পরিষদ অসমের স্মারকপত্র


হাফলং (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গর্জে উঠেছে বাঙালি পরিষদ অসম। গত তিনদন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশে দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের তীব্র ধিক্কার জানিয়ে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুল জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

এদিকে বাঙালি পরিষদ অসম-এর ডিমা হাসাও জেলা কমিটি এবং হাফলং আঞ্চলিক কমিটি দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতনের তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ডিমা হাসাওয়ের জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং মানবধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে এ ধরনের নৃশংসতা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করে বাঙালি পরিষদ অসম ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি রজত কান্তি নাথ ও বাঙালি পরিষদ অসম রাজ্য সমিতির উপ-সভাপতি পঙ্কজ কুমার দেব কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করতে উপস্থিত ছিলেন বাঙালি পরিষদ অসম ডিমা হাসাও জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম দে, হাফলং আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব দেব এবং আশিস দে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande