হাফলং উপ-কারাগারের আরও এক সাজাপ্রাপ্ত কয়েদির পলায়ন
হাফলং (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : হাফলং উপ-কারাগারে সাজাপ্রাপ্ত আরও এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে হাফলং সিভিল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। সোমবার সকালে পলাতক কয়েদি প্ৰাণঘাতী হামলার প্রচেষ্টা চালানোর অভিযোগে সাজাপ্রাপ্ত কয়েদি রোন
ইনসেটে জেল ফেরার সাজাপ্রাপ্ত কয়েদি রোনাল্ড   হাফলংবার


হাফলং (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : হাফলং উপ-কারাগারে সাজাপ্রাপ্ত আরও এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে হাফলং সিভিল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। সোমবার সকালে পলাতক কয়েদি প্ৰাণঘাতী হামলার প্রচেষ্টা চালানোর অভিযোগে সাজাপ্রাপ্ত কয়েদি রোনাল্ড হাফলংবারকে আজই (সোমবার) বিকালের দিকে পাকড়াও করেছে পুলিশ।

জানা গেছে, আজ সোমবার সকাল প্রায় নয়টা নাগাদ হাফলং সিভিল হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় ডিমা হাসাও জেলার গুঞ্জুঙের বাসিন্দা রোনাল্ড হাফলংবার। সে প্ৰাণঘাতী হামলার প্রচেষ্টা চালানোর অভিযোগে হাফলং উপ-কারাগারে সাজা কাটছিল। গত ১৫ ডিসেম্বর রোনাল্ড নামের এই কয়েদিকে হাফলং উপ-কারাগারে নিয়ে আসা হয়েছিল। গতকাল রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই কয়েদিকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু আজ সকালে শৌচালয়ে গিয়ে কয়েদি রোনাল্ড হাফলংবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, পলাতক সাজাপ্রাপ্ত কয়েদিকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছিল। চিরুণি তালাশি-অভিযান চালিয়ে আজই বিকালের দিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

উল্লেখ্য, গত পাঁচ নভেম্বর হাফলং উপ-কারাগার থেকে দিনদুপরে পালিয়ে গিয়েছিল ডিএনএলটি জঙ্গি সংগঠনের সদস্য বেতসিং জিডুং ওরফে জন ডিমাসা জিডুং ওরফে মাস্টার। মাত্ৰ দেড় মাসের মধ্যে দুই দুৰ্ধৰ্ষ কারাবন্দি এভাবে নিৰ্বিঘ্নে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande