
ডিফু (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : পশ্চিম কারবি আংলঙে ‘অ-উপজাতি’ নাগরিকদের বসতবাড়ি ও দোকানঘর এবং ‘কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম)-এর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনা আজ সোমবার বিকাল প্রায় ৫:৩০টা নাগাদ সংগঠিত হয়েছে। জেলার খেরনি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা একাধিক দোকান ও আবাসিক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। জানা গেছে, ভিলেজ গ্রেজিং রিজার্ভ (ভজিআর) এবং প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ (পিজিআর) এলাকার সংরক্ষিত চারণভূমিতে উচ্ছেদ অভিযানকে ঘিরে দাবি ও বিরোধিতার প্রেক্ষিতে প্রতিবাদী আন্দোলন চলছিল।
গত কয়েক দিনে আন্দোলন আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীরা রাস্তা অবরোধের পাশাপাশি প্রশাসনের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে। সর্বশেষ হিংসা ছড়িয়েছে কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের মাধ্যমে। এ ঘটনায় কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং জেলায় উত্তেজনা আরও বেড়েছে।
আগুনে একের পর এক সম্পত্তি পুড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ বাধ্য হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেরনি ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রশাসনিক কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তবে এখন পর্যন্ত হতাহত বা গ্রেফতারের কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।
উভয় জেলার প্রশাসনিক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে শান্তি বজায় রাখাতে এবং হিংসা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন। পাশাপাশি আইনসম্মত উপায়ে পরিস্থিতি স্বাভাবিক করা ও অভিযোগগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস