দেওয়াল চিত্রের প্রশিক্ষণে স্বনির্ভরতার উদ্যোগ ঝাড়্গ্রামে
ঝাড়্গ্রাম, ২২ ডিসেম্বর (হি.স.) : ঝাড়্গ্রাম জেলার জনজাতি অধ্যুষিত গ্রামগুলির বাড়ির দেওয়ালে আঁকা বৈচিত্রময় পটচিত্র দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সেই সহজাত শিল্পপ্রতিভাকে স্বনির্ভরতার পথে কাজে লাগাতে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়
দেওয়াল চিত্রের প্রশিক্ষণে স্বনির্ভরতার উদ্যোগ ঝাড়্গ্রামে


ঝাড়্গ্রাম, ২২ ডিসেম্বর (হি.স.) : ঝাড়্গ্রাম জেলার জনজাতি অধ্যুষিত গ্রামগুলির বাড়ির দেওয়ালে আঁকা বৈচিত্রময় পটচিত্র দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার সেই সহজাত শিল্পপ্রতিভাকে স্বনির্ভরতার পথে কাজে লাগাতে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল ঝাড়গ্রাম কর্ম বিনিয়োগ কেন্দ্র।

সোমবার ঝাড়গ্রামের বেলওয়াহাড়ি, গোপীবল্লভপুর-সহ বিভিন্ন গ্রামের মোট ৪০ জন জনজাতি মহিলা এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মৃণাল মণ্ডল এবং তাঁর ছাত্রীরা সহরাই দেওয়াল চিত্র আঁকার কৌশল হাতে-কলমে শেখান।

কর্ম বিনিয়োগ কেন্দ্র সূত্রে জানা গেছে,জনজাতি মহিলাদের মধ্যে স্বভাবগতভাবেই দেওয়াল চিত্র আঁকার বিশেষ দক্ষতা রয়েছে। তাঁরা নিজেদের বাড়ির দেওয়াল পরিষ্কার করে গাছ, লতা, পাতা, ফুল, পশু ও পাখির রঙিন চিত্রে সাজিয়ে তোলেন। জঙ্গলমহলের গ্রামগুলিতে এই শিল্প ঐতিহ্যের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়। এই প্রশিক্ষণের মাধ্যমে সেই সহজাত প্রতিভাকে আয়মুখী করে তোলাই মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande