
আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.) : আগরতলা শহরের পশ্চিম ভুবনবনের সারদা পল্লীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম সুলেখা দে (৭০)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে মৃতার মেয়ের জামাই বিষ্ণু দেবকে।
রবিবার রাতে নিজ বাড়িতে প্রবেশ করেই মায়ের রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন সুলেখা দে-এর একমাত্র কন্যা বুল্টি দেব। মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং শরীর রক্তে ভেজা অবস্থায় দেখে তিনি দ্রুত স্থানীয়দের খবর দেন। তাঁদের সহায়তায় গুরুতর আহত মাকে জিবিপি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেখা দে-কে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, মৃতার পরনের স্বর্ণালঙ্কার গায়েব থাকলেও কানের দুল অক্ষত অবস্থায় ছিল। এ থেকেই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে বাড়িতে একা থাকা অবস্থায় সুলেখা দে-এর ওপর হামলা চালানো হয়েছে।
এরই মধ্যে এনসিসি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃতার মেয়ের জামাই বিষ্ণু দেবকে। পেশায় নির্মাণ শ্রমিক বিষ্ণু দেব ঘটনার সময় ঊষাবাজার এলাকায় কাজে যুক্ত ছিলেন বলে দাবি করলেও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তাঁকে জেরা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ