আগামী ৫ জানুয়ারি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : আগামী - ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটদান গ্রহণ পর্বে সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যেই চলছে সবরকমের প্রয়াস। সেইসঙ্গে আগাম প্রস্তুতি নিতেই আগামী ৫ই জানুয়ারি বিস্তারিত আলোচনা করা হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর
আগামী ৫ জানুয়ারি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক


কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : আগামী - ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটদান গ্রহণ পর্বে সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যেই চলছে সবরকমের প্রয়াস। সেইসঙ্গে আগাম প্রস্তুতি নিতেই আগামী ৫ই জানুয়ারি বিস্তারিত আলোচনা করা হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফেও এদিন এই খবর জানানো হয়েছে যে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চলেছেন মনোজকুমার আগর‌ওয়াল। উল্লেখ্য, উক্ত বৈঠকে রাজ্য পুলিশের নোডাল অফিসাররা হাজির থাকার কথা রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর প্রধানেরাও উপস্থিত থাকতে চলেছেন। ওই বৈঠকে এ রাজ‌্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটদানের পর্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও তাদের ব্যবহার নিয়েও বিশদেই আলোচনা হবে। এর পাশাপাশি এক দফায় নাকি একাধিক দফায় এবারের ভোট হবে তা নিয়েও আলোচনার অবকাশ রয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রের খবর, এবারের ভোটে দফার সংখ্যা সম্ভবত কমিয়ে আনা হতে পারে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande