শিলিগুড়ির বর্ধমান রোডে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম
শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর ( হি. স.) : ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম।মঙ্গলবার শিলিগুড়ির বর্ধমান রোডে ক্যাপিটাল ওয়ান নামে বিল্ডিংয়ের ছাদে তৈরি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। কয়েকমাস আগেই ওই বিল্ডিংয়ে অবৈধ নির্মাণ নিয়ে পুরনিগ
শিলিগুড়ির বর্ধমান রোডে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম


শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর ( হি. স.) : ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম।মঙ্গলবার শিলিগুড়ির বর্ধমান রোডে ক্যাপিটাল ওয়ান নামে বিল্ডিংয়ের ছাদে তৈরি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে।

কয়েকমাস আগেই ওই বিল্ডিংয়ে অবৈধ নির্মাণ নিয়ে পুরনিগমের কাছে অভিযোগ যায়।এরপরেই অভিযোগ খতিয়ে দেখা শুরু করে পুরনিগমের বিল্ডিং বিভাগ।দেখা যায় ওই বিল্ডিংয়ের ছাদের একপাশে লোহা ও কংক্রিটের নির্মাণ বানানো হয়েছে।সেখানে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে।এরপর নির্মাণকারীদের পুরনিগমের তরফে নোটিশ করা হয়।সেই অবৈধ নির্মান ভাঙার কথা বলা হয়।যদিও তা ভাঙা হয়নি।

এরপরেই মঙ্গলবার পুলিশ নিয়ে ওই বিল্ডিংয়ে পৌঁছায় শিলিগুড়ি পুরনিগমের ইঞ্জিনিয়ার ও কর্মীরা।সকাল থেকেই শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। এদিকে বর্ধমান রোড সহ শহরে আরও বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ভবনগুলিতে অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে।গত তিনবছরে শিলিগুড়ি পুরনিগম শহরে বহু অবৈধ নির্মাণ ভেঙেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande