
রানাঘাট, ২৩ ডিসেম্বর ( হি. স.)-মাসিক বেতনসহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি রেখে বিক্ষোভে শামিল হলেন আশা কর্মীরা। মঙ্গলবার নদীয়া জেলা আশা কর্মী ইউনিয়নের ডাকে রানাঘাট আদালতের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাসিক ১৫ হাজার টাকা বেতন, সমস্ত সরকারি ভাতা প্রদানসহ মোট আট দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত আশা কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা দিন-রাত পরিশ্রম করে স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রামস্তরে স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হিসেবে কাজ করলেও তাঁদের শ্রমের উপযুক্ত মূল্য সরকার দিচ্ছে না। এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি বলে জানান তাঁরা।আন্দোলনরত আশা কর্মীদের প্রধান দাবি, ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন চালু করতে হবে। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে সরকারি তরফে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে। এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের আওতাভুক্ত সমস্ত ভাতা অবিলম্বে প্রদান, সামাজিক সুরক্ষা ও কর্মস্বীকৃতির দাবিও রয়েছে আট দফা দাবির মধ্যে।আশা কর্মীরা স্পষ্ট জানিয়েছেন, যতদিন না সরকার তাঁদের ন্যায্য দাবি মেনে নিচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। বিক্ষোভকে কেন্দ্র করে রানাঘাট আদালত চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়