

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : আশুতোষ কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট ও ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের যৌথ উদ্যোগে কলেজের সেন্টিনারি বিল্ডিং-এর সেমিনার হলে অনুষ্ঠিত হয় একদিনের রাজ্য-স্তরের সেমিনার। মঙ্গলবার এই সেমিনারের মূল বিষয় ছিলো প্লাস্টিক থেকে দূষণ ও তার আসন্ন বিপর্যয়। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুতোষ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ দীপচন্দন চক্রবর্তী।
সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডঃ দেবারতি দাস, আশুতোষ কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার ডঃ পার্থসারথী বেরা, আশুতোষ কলেজের এনএসএস ইউনিটের যৌথ আহ্বায়কবৃন্দ, কলেজের আইকিউএসি কো-অর্ডিনেটর ডঃ শ্রাবণী রায় সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ। এছাড়াও সেন্ট জেভিয়ার্স কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ, চারুচন্দ্র কলেজ ও বেথুন কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডঃ দীপ চন্দন চক্রবর্তী তাঁর বক্তৃতায় প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি মানসিক ও নৈতিক বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, প্লাস্টিক দৈনন্দিন জীবনকে সহজতর করলেও তা ধীরে ধীরে ভয়াবহ পরিবেশ দূষণের কারণ হয়ে উঠেছে। ডঃ চক্রবর্তী আরও সতর্ক করে বলেন, প্লাস্টিক ব্যবহারে লাগাম না টানলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বক্তব্যের শেষে তিনি প্লাস্টিক ব্যবহারে সংযম, পুনঃব্যবহার ও ব্যক্তিগত দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন—“এটা আমার এলাকা, আমার শহর, আমার দেশ ও আমার পৃথিবী”—এই ভাবনাই পরিবর্তনের প্রথম ধাপ বলে তিনি মন্তব্য করেন।
সেমিনারের পরে প্লাস্টিক দূষণ বিষয়ক আন্তঃকলেজ কুইজ, পোস্টার ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সাগ্নিক মিত্র (সহকারী অধ্যাপক, যোগমায়া দেবী কলেজ) এবং ডঃ সুরজিৎ বেহারা (সহকারী অধ্যাপক, উইমেন’স খ্রিশ্চিয়ান কলেজ)।
দিনব্যাপী এই কর্মসূচির শেষে ডিসকাশন এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে সেমিনারের সফল সমাপ্তি ঘটে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন