
জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ি থেকে গ্রেফতার হল দুই বাংলাদেশি তরুণী। দালালের মাধ্যমে দু’জনে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিলেন। বাংলাদেশ থেকে কাজের খোঁজে তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মঙ্গলবার ভোররাতে কোতোয়ালি থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকা হওয়ায় প্রশাসনের নজরদারি রয়েছে। এদিন ভোররাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে দুই অজ্ঞাতপরিচয় তরুণী এলাকায় ঘোরাফেরা করছেন। কোনপাকড়ি এলাকায় গিয়ে পুলিশ তাঁদের পাকড়াও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের কাছে ভারতের অধিবাসী হিসেবে কোনও পরিচয়পত্র নেই। পরে জানা যায়, তাঁরা দু’জনেই বাংলাদেশি। দালালের মাধ্যমে কাজের খোঁজে বাংলাদেশ থেকে তাঁরা এদেশে ঢুকেছিলেন। ধৃতরা বাংলাদেশের ময়মনসিংহ ও ফরিদপুর এলাকার বাসিন্দা। ওই দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি