মন্ত্রী রণোজ পেগু এলাকা ছেড়ে যাওয়ার পর খেরনিতে ফের হিংসা, বাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ
খেরনি (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ডা. রণোজ পেগুর মুখ থেকে ভিলেজ গ্রেজিং রিজার্ভ এবং প্রফেশনাল গ্রেজিং রিজার্ভে বেদখলদারীদের উচ্ছেদ সহ দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস পেয়ে অনি
পশ্চিম কারবি আংলঙের খেরনি বাজারে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ উচ্ছৃঙ্খল জনতার


খেরনি (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ডা. রণোজ পেগুর মুখ থেকে ভিলেজ গ্রেজিং রিজার্ভ এবং প্রফেশনাল গ্রেজিং রিজার্ভে বেদখলদারীদের উচ্ছেদ সহ দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করেছেন কারবি জনগোষ্ঠীয় আন্দোনকারীরা। এখানে আন্দোলনকারীদের উপস্থিতিতে আয়োজিত সভা শেষ করে মন্ত্রী ডা. পেগু চলে যাওয়ার কিছুক্ষণ পর ফের হিংসা শুরু হয় খেরনিতে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-র ১৬৩ ধারা বলে গোটা পশ্চিম কারবি আংলং জেলায় বেশ কিছু নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এরই মধ্যে আজ মঙ্গলবার কপিলি নদীর পশ্চিম তীরে অবস্থিত কারবি আংলং জেলায় নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে। এতে পাহাড়ি এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শতাধিক মানুষ ১৬৩ ধারা বলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমে আসেন। ফলে বিভিন্ন এলাকায় উত্তেজনা চরমে ওঠে। উচ্ছৃঙ্খল মানুষ দৈনিক বাজারে ব্যাপক তাণ্ডব চালিয়ে একপ্রান্ত থেকে দোকানে ভাঙচুর করে। একাধারে দোকানগুলির জানালার কাঁচ ভাঙচুর করে মালামাল লুট করেছে তারা। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। দলবদ্ধ উচ্ছৃঙ্খল জনতা একাধিক মোটর বাইকে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের তাণ্ডবে পরিস্থিতি আরও জটিল হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজ্য সরকার আন্দোলনকারীদের প্রতিনিধি এবং কারবি আংলং স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষকে নিয়ে শীঘ্রই ত্রিপাক্ষিক বৈঠকে বসবে বলে শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু আশ্বাস দিয়ে এলাকা ছাড়ার পর কতিপয় উন্মত্ত মানুষ অশান্তি সৃষ্টি করেছে।

এদিকে রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) হরমিত সিং একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে গতকাল গভীর রাতে কারবি আংলং এসেছেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে কড়া হাতে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে সংবেদনশীল এলাকাগুলিতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ টহল জোরদার করেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকতে এবং গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande