উচ্ছেদের বিরুদ্ধে রেল হকারদের বিক্ষোভ ও প্রতিবাদ ক্যানিংয়ে
ক্যানিং, ২৩ ডিসেম্বর (হি. স.): ক্যানিং রেল স্টেশন সুন্দরবনের প্রবেশদ্বার বলে খ্যাত। রেলমন্ত্রী থাকাকালীন এই রেল স্টেশনকে মডেল রেল স্টেশন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও এই মডেল স্টেশনে পরিণত হয়নি এটি। অন্যদিকে সম্প্রতি এই স্টেশনকে
উচ্ছেদের বিরুদ্ধে রেল হকারদের বিক্ষোভ ও প্রতিবাদ ক্যানিংয়ে


ক্যানিং, ২৩ ডিসেম্বর (হি. স.): ক্যানিং রেল

স্টেশন সুন্দরবনের প্রবেশদ্বার বলে খ্যাত। রেলমন্ত্রী থাকাকালীন এই রেল স্টেশনকে মডেল রেল স্টেশন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও এই মডেল স্টেশনে পরিণত হয়নি এটি। অন্যদিকে সম্প্রতি এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছে রেল দফতর। আর তাই এই স্টেশন ও স্টেশন চত্বরের উন্নতির জন্য নানা ধরনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু রেল স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে হকার, ছোট ব্যবসায়ী থাকার ফলে সেই কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। তাই স্টেশন চত্বর হকার মুক্ত করতে গত ১৮ ই ডিসেম্বর নোটিস জারি করে রেল। বলা হয় ২২ ডিসেম্বরের মধ্যে নিজের নিজের দোকান যাতে ব্যবসায়ীরা ভেঙে সরিয়ে নেন। না হলে ২৩ ডিসেম্বর রেলের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে। এতে কোন ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হলে রেল কর্তৃপক্ষ দায়ি থাকবে না।

রেল নোটিস জারি করলেও কোন হকারই নিজেদের দোকানপাট সরায়নি। ফলে মঙ্গলবার সকালে রেল পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করতে আসে স্টেশন চত্বরে। কিন্তু সেই অভিযান শুরুর আগেই হকাররা এদিন মিছিল, মিটিং শুরু করেন স্টেশন চত্বরে। রেল পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতিও হয়। হকারদের দাবি, রেল কোন আলাপ আলোচনা ছাড়াই এই উচ্ছেদ করতে উদ্যত হয়েছে। এত মানুষের জীবিকার বিকল্প ব্যবস্থা না করে এই উচ্ছেদ অভিযান করা যাবে না বলেই দাবি তাঁদের।

ক্যানিং রেল হকারস ইউনিয়নের সভাপতি বিকাশ মজুমদার বলেন, “ হকাররা রয়েছেন বলেই রাত বিরেতেও স্টেশন চত্বরে যাত্রীরা নিরাপদে চলাফেরা করতে পারেন, রেল যাত্রীরা স্টেশন চত্বরে নিজেদের প্রয়োজনীয় জিনিষপত্র সহজেই পান। আর এঁদেরকেই কিনা উচ্ছেদের পরিকল্পনা করছে রেল! উপযুক্ত পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না।” এদিন অবশ্য হকার আন্দোলনের সামনে পিছু হটে রেল। উচ্ছেদ কাজ বন্ধ রেখেই চলে যান রেল পুলিশ কর্মীরা। এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দেন নি তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande