
ঝুনঝুনু, ২৩ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের ঝুনঝুনুতে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, গুধাগৌরজি শহরের কাছে উদয়পুরবাটি রোডে । ঘটনায় প্রাণ হারিয়েছেন বিনোদ বেনিওয়াল। অপরজন গুরুতরভাবে আহত হয়েছেন । আহতের নাম মহেন্দ্র ডুডি ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত বিনোদ একজন প্লাইউডের ব্যবসায়ী । ঘটনার দিন সকালে বিনোদ ও মহেন্দ্র বাইকে করে গুধাগৌরজি যাচ্ছিলেন। সেইসময় উদয়পুরবাটি রোডের কাছে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁদের বাইকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাইক থেকে ছিটকে পড়ে চালক এবং ঘটনাস্থলেই মারা যান। গুরুতরভাবে আহত মহেন্দ্রকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। পলাতক চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক