ফর্মুলা ১: ভারতে জনপ্রিয়তায় নতুন রেকর্ড মোটরস্পোর্টের
নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.) : ২০২৫ ফর্মুলা ১ মরসুমের সমাপ্তি ও বার্ষিক পর্যালোচনার প্রেক্ষিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় উপমহাদেশে এই মোটরস্পোর্টের জনপ্রিয়তা নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। ভারতে ফর্মুলা ১–এর দর্শকসংখ্যা বেড়ে রেকর্ড ৭.৮৮ কোটি হয়েছ
ফর্মুলা ১ বার্ষিকী: ২০২৫ মরসুমে ঐতিহাসিক সাফল্য, ভারতে জনপ্রিয়তায় নতুন রেকর্ড


নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.) : ২০২৫ ফর্মুলা ১ মরসুমের সমাপ্তি ও বার্ষিক পর্যালোচনার প্রেক্ষিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় উপমহাদেশে এই মোটরস্পোর্টের জনপ্রিয়তা নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। ভারতে ফর্মুলা ১–এর দর্শকসংখ্যা বেড়ে রেকর্ড ৭.৮৮ কোটি হয়েছে, যা বিশ্বব্যাপী ক্রীড়াটির বিস্তারে ভারতের গুরুত্ব আরও জোরালো করেছে।

২০২৫ মরসুমে রোমাঞ্চকর প্রতিযোগিতা ও শেষ রেস পর্যন্ত টানটান শিরোপা লড়াই ফর্মুলা ১–কে আধুনিক ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়ে পরিণত করেছে। ল্যান্ডো নরিস তাঁর কেরিয়ারের প্রথম বিশ্ব খেতাব জিতে ইতিহাস গড়েছেন, পাশাপাশি ম্যাকলারেন দীর্ঘদিন পর চ্যাম্পিয়নশিপের শীর্ষে ফিরে এসেছে। বিশ্বজুড়ে প্রায় ৬৭ লক্ষ দর্শক সরাসরি রেস ট্র্যাকে উপস্থিত থেকে এই মরসুম উপভোগ করেছেন।

ভারতের জন্য এই মরসুম বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মনাকো গ্রাঁ প্রি তে কুশ মাইনি স্মরণীয় সাফল্য পান এবং ফর্মুলা ২ কনস্ট্রাক্টরস খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অন্যদিকে, ভারতীয় শিকড়যুক্ত তরুণ প্রতিভা আরভিড লিন্ডব্লাডের ফর্মুলা ১ গ্রিডে উত্তরণ ভবিষ্যতে ভারতীয় অনুরাগীদের নতুন আশা জাগিয়েছে।

ফ্যানবেস বৃদ্ধির পাশাপাশি ভারতে সম্প্রচার ক্ষেত্রেও ফর্মুলা ১–এর অবস্থান আরও মজবুত হয়েছে। ফ্যানকোডের সঙ্গে এক্সক্লুসিভ সম্প্রচার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় আগামী বছরগুলিতেও ভারতীয় দর্শকরা নিয়মিত এই ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande