ত্রিপুরার ভারত–বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান, চলছে ঘটনার তদন্ত
ধৰ্মনগর (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তৰ্গত মহেশপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৯৭ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জনৈক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জওয়ানকে বিপিন কুমার (৩৫)। বলে
হাসপাতালে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান বিপিন কুমার


ধৰ্মনগর (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তৰ্গত মহেশপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৯৭ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জনৈক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জওয়ানকে বিপিন কুমার (৩৫)। বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনাটি আজ মঙ্গলবার ভোররাতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশের সদর দফতরের এক আধিকারিক সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন বিপিন কুমার। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তারের উদ্ধৃতি দিয়ে পুলিশের আধিকারিক জানান, তাঁর কাঁধে দুটি গুলি বিদ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার গোবিন্দ বি পন্থ হাসপাতালে রেফার করেছেন ডাক্তাররা। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, জানান পুলিশের আধিকারিকটি।

বিপিন কুমার কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সে ব্যাপারে পুলিশ বা বিএসএফ কর্তৃপক্ষ এখনও নিশ্চিত তথ্য পাননি। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভবত দুর্ঘটনাবশত ঘটনাটি সংঘটিত হয়েছে, নতুবা নিজের সার্ভিস রাইফেল থেকে নিজে গুলি চালিয়েছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের কাঁধে কী করে গুলি লাগতে পারে, সে বিষয়েও সন্দেহ দানা বাঁধছে, বলেছে সূত্রটি। পুলিশ এবং বিএসএফ কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আধিকারিক সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande