আগরতলায় উড়ালপুলে দু'টি স্কুটির মুখোমুখি সংঘর্ষ, আহত ১
আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : আগরতলার উড়ালপুলে মঙ্গলবার সকালে দুটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় এক স্কুটির আরোহী গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর অপর স্কুটিচালক দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে। খবর
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক


আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : আগরতলার উড়ালপুলে মঙ্গলবার সকালে দুটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় এক স্কুটির আরোহী গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের পর অপর স্কুটিচালক দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে।

খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ। উদ্ধারকারীরা আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়। পরে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে, পালিয়ে যাওয়া স্কুটির চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande