
সোদপুর, ২৩ ডিসেম্বর ( হি. স.) : সোদপুরের একটি আবাসন থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতরা হলেন পানিহাটির ৩ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র দত্ত রোডের বাসিন্দা সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) ও কনিকা দত্ত (৫৭)। মঙ্গলবার সকালে আবাসনের একতলার একটি ফ্ল্যাট থেকে তাঁদের দেহ উদ্ধার করে খড়দা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে দুই বোন দীর্ঘদিন ধরেই একাই বসবাস করতেন। প্রতিবেশীদের দাবি, পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। নিয়মিত কোনও আয়ের সংস্থান ছিল না এবং অনেক সময় তাঁদের খাওয়া-দাওয়াও জুটত না বলে স্থানীয়দের অভিযোগ। দীর্ঘদিন ধরে দুই বোনকে বাইরে বেরোতে দেখা যায়নি বলেও জানান প্রতিবেশীরা।খবর পেয়ে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই বোনের নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন অনাহারে থাকার কারণেই তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।দুই বোনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়