বান্ধবগড় অভয়ারণ্যে হাতির হামলা, গুরুতর আহত নিরাপত্তাকর্মী
উমারিয়া, ২৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের উমরিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্য এলাকায় ফের বন্যপ্রাণীর হামলার ঘটনা সামনে এল। সোমবার পাটোর রেঞ্জের পানপথ বিটের বাঘিন আরএফ-৪১০ চৌরা হার এলাকায় ঝোপের আড়াল থেকে হঠাৎ একটি হাতি হামলা চালায়| হাতির আক্রমণ
বান্ধবগড় অভয়ারণ্যে হাতির হামলা, গুরুতর আহত নিরাপত্তাকর্মী


উমারিয়া, ২৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের উমরিয়া জেলার বান্ধবগড় অভয়ারণ্য এলাকায় ফের বন্যপ্রাণীর হামলার ঘটনা সামনে এল। সোমবার পাটোর রেঞ্জের পানপথ বিটের বাঘিন আরএফ-৪১০ চৌরা হার এলাকায় ঝোপের আড়াল থেকে হঠাৎ একটি হাতি হামলা চালায়| হাতির আক্রমণে নিরাপত্তাকর্মী রামসুজান যাদব (৩৫) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে উভয় পাঁজর ভাঙা ও ডান কাঁধে ফ্র্যাকচারের কথা জানা গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জব্বলপুরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার পাটোরের রেঞ্জার জানান, আমাদের টহলদারী দলের কর্মীরা জঙ্গলে টহল দিচ্ছিল, সেই সময় হঠাৎ হাতিটি সামনে এসে ওই কর্মীকে তুলে ছুড়ে ফেলে। সঙ্গে থাকা বনকর্মী ও শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করেন।

উল্লেখ্য, তিন দিন আগেই একই এলাকায় বাঘের হামলায় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande