
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ঘিরে উত্তেজনা। বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা। পুলিশের ব্যরিকেড ভেঙে ডেপুটি হাই কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। পরিস্থিতি মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, ‘আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি।’
বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। সকাল ১১টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর ২টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন উত্তেজিত জনতা। এরপর একটি ব্যারিকেড ভেঙে পৌঁছে যান বিক্ষোভকারীরা। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদেরকে নিয়ে প্রিজন ভ্যান এগোতেই, পুলিশের গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ। পরে গাড়িটিকে বার করা হয়।
এই বিশৃঙ্খলার মাঝেই হিন্দু জাগরণের এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে পুলিশ। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘটনাস্থলে ছেড়ে যাওয়ার জন্য আবেদন করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী।
হিন্দুস্থান সমাচার / সোনালি