সপ্তদশ খিদিরপুর উৎসব ১৬-১৭ জানুয়ারি
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : আগামী ১৬-১৭ জানুয়ারি দুই দিন ধরে চলবে ১৭তম খিদিরপুর উৎসব। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। উদ্যোক্তারা বুধবার কলকাতা প্রেস ক্লাবে বলেন, বিগত দিনের মতো এবারও তাদের সপ্তদশ উৎসবের আয়োজন হয়েছে। ইংরেজি ন
১৭তম খিদিরপুর উৎসব ১৬-১৭ জানুয়ারি ঘোষণা


কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : আগামী ১৬-১৭ জানুয়ারি দুই দিন ধরে চলবে ১৭তম খিদিরপুর উৎসব। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। উদ্যোক্তারা বুধবার কলকাতা প্রেস ক্লাবে বলেন, বিগত দিনের মতো এবারও তাদের সপ্তদশ উৎসবের আয়োজন হয়েছে।

ইংরেজি নববর্ষের প্রথম দিন ১৬ জানুয়ারি এই উৎসবের সূচনা হবে খিদিরপুর নবাব আলি পার্কে। কিক বক্সিং, প্রো বক্সিং ও অ্যামেচার বক্সিং, ক্যারাটে, জুডো, এম এম এ, মৈথাই, গ্রাপলিং এমন আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট রয়েছে। অংশগ্রহণে রাজ্য ও ভিন রাজ্যের পেশাদার ও অপেশাদার খেলোয়াড়রা। দিনভর চলবে বিভিন্ন ক্যাটাগরিতে ওই প্রতিযোগিতা।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি ২৪এ হরিসভা স্ট্রীট হনুমান মন্দিরের কাছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে - বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, ট্রাই সাইকেল বিতরণ, ভ্যান রিক্সা, শিক্ষা সরঞ্জাম প্রদান ইত্যাদি। সেইসঙ্গে চোখ পরীক্ষা, রক্তদান, স্বাস্থ্য শিবির ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই সমাপ্তি ঘোষণা হবে ।

উল্লেখ্য, তিনদিন ধরে ওই বিরাট কর্মযজ্ঞের পিছনেই নিরলস প্রচেষ্টা ও সক্রিয় উদ্যোগের মধ্যে রয়েছেন কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার শ, মকসুদ খান, শান্তনু সেন, রিজওয়ান আহমেদ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande