ক্যানিং–শিয়ালদহ লোকালে শিশু পাচারের চেষ্টা, মহিলা আটক
সোনারপুর, ২৪ ডিসেম্বর ( হি. স.):- সোনারপুর স্টেশনে বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। ক্যানিং থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে এক মহিলা বস্তার মধ্যে কয়েকজন শিশুকে নিয়ে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। ট্রেনের মহিলা কামরায় থাকা যাত্রীদের
বিক্ষোভ


সোনারপুর, ২৪ ডিসেম্বর ( হি. স.):- সোনারপুর স্টেশনে বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। ক্যানিং থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে এক মহিলা বস্তার মধ্যে কয়েকজন শিশুকে নিয়ে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। ট্রেনের মহিলা কামরায় থাকা যাত্রীদের নজরে বিষয়টি আসতেই তারা দ্রুত ওই মহিলাকে আটক করেন।প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা সন্দেহজনকভাবে বড় বড় বস্তা নিয়ে উঠেছিলেন এবং সেগুলির ভিতর থেকে শিশুদের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরেই মহিলা যাত্রীরা একজোট হয়ে তাঁকে ঘিরে ধরেন। এরপরই খবর দেওয়া হয় রেল পুলিশের কাছে। সোনারপুর স্টেশনে ট্রেন থামানো হলে রেল পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ ওই মহিলা এবং বস্তার ভিতরে থাকা কয়েকজন শিশুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। প্রাথমিকভাবে শিশু পাচারের চেষ্টার অভিযোগে মহিলাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের পরিচয় ও তারা কোথা থেকে আনা হয়েছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ সোনারপুর স্টেশনে উত্তেজনা ছড়ায়। যাত্রীদের তৎপরতায় বড়সড় অপরাধ রোখা সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে মানবপাচার আইনে মামলা রুজু করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande