
জ্যোতির্মঠ, ২৪ ডিসেম্বর (হি.স.): শীতকালীন তীর্থযাত্রা, হিমক্রীড়া ও অ্যাডভেঞ্চার পর্যটনকে উৎসাহিত করতে বুধবার জ্যোতির্মঠে এক জনসচেতনতা র্যালির আয়োজন করা হয়। শ্রী বদ্রীনাথ–কেদারনাথ মন্দির সমিতির আহ্বানে অনুষ্ঠিত র্যালিটি টিসিপি চক থেকে শুরু হয়ে প্রধান বাজার হয়ে শ্রী নৃসিংহ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিকেটিসি-র উপাধ্যক্ষ ঋষি প্রসাদ সতী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে শীতকালীন পূজাস্থলগুলির পাশাপাশি হিমক্রীড়া ও সাহসিক পর্যটনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শীতকালীন যাত্রার ফলে স্থানীয় পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
র্যালির মাধ্যমে শীতকালীন তীর্থযাত্রা, শীতকালীন পূজাপদ্ধতি, স্কিইং ও অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টস সম্পর্কে পর্যটক ও তীর্থযাত্রীদের সচেতন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পর্যটন সংগঠনের সদস্য, হোটেল ও ট্যাক্সি সংগঠন এবং বিপুল সংখ্যক স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার শপথ নেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য