ঝাড়খণ্ডের ১৩ জেলায় সতর্কতা, রাঁচিতে বাড়ছে শীতের দাপট
রাঁচি, ২৪ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডে শীতের প্রকোপ আরও বাড়তে চলেছে। বুধবার আবহাওয়া দফতর রাজ্যের ১৩টি জেলায় শীতপ্রবাহের সতর্কতা জারি করেছে। ঠান্ডা হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস। যেসব জেলায় শীতপ্রবাহের সম্ভাবনা রয়েছে, ত
জৌনপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত, সূর্যের দেখা নেই


রাঁচি, ২৪ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডে শীতের প্রকোপ আরও বাড়তে চলেছে। বুধবার আবহাওয়া দফতর রাজ্যের ১৩টি জেলায় শীতপ্রবাহের সতর্কতা জারি করেছে। ঠান্ডা হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস। যেসব জেলায় শীতপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে রাঁচি, খুন্তি, রামগড়, হাজারিবাগ, গুমলা, সিমডেগা, বোকারো, কোডারমা এবং ধানবাদ। এছাড়াও, পশ্চিম ঝাড়খণ্ডের পালামু, গড়ওয়া, লাতেহার এবং ছত্রা জেলাগুলিতে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে উত্তর ভারতের দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যের দিকে প্রবেশ করছে। এর ফলেই ঝাড়খণ্ডে শীতপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

শীতের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে পারে। বিশেষ করে রাঁচি ও সংলগ্ন এলাকায় সকাল ও রাতে তীব্র ঠান্ডা অনুভূত হবে। শিশু, প্রবীণ ও অসুস্থদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার রাঁচি সহ একাধিক জেলায় সারাদিনই ঠান্ডা বাতাস বয়ে যায়। আবহাওয়া দফতর শীতপ্রবাহ চলাকালীন গরম পোশাক পরা, সকাল-সন্ধ্যায় অপ্রয়োজনীয় বাইরে না বেরোনো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। আগামী দু’দিন শীতের দাপট আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande