বড়দিনের শুভেচ্ছা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার
জম্মু, ২৪ ডিসেম্বর (হি. স.) : বড়দিন উপলক্ষে জম্মু ও কাশ্মীর এবং বিশ্বজুড়ে উৎসব উদ্‌যাপনকারী সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বড়দিনকে শান্তি, ভালোবাসা ও করুণার প্রতীক হিসেবে উল্লেখ করে বুধবার মুখ্যমন্ত্রী বলেন,
বড়দিনের শুভেচ্ছা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার


জম্মু, ২৪ ডিসেম্বর (হি. স.) : বড়দিন উপলক্ষে জম্মু ও কাশ্মীর এবং বিশ্বজুড়ে উৎসব উদ্‌যাপনকারী সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

বড়দিনকে শান্তি, ভালোবাসা ও করুণার প্রতীক হিসেবে উল্লেখ করে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, যিশু খ্রিস্টের শিক্ষা মানবতাকে দয়া, ক্ষমা ও সৌহার্দ্যের মূল্যবোধে উদ্বুদ্ধ করে চলেছে। তিনি জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধ ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধের দীর্ঘ পরম্পরার কথাও তুলে ধরেন।

এই উপলক্ষে সমাজের বঞ্চিত ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়াই বড়দিনের প্রকৃত বার্তা।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীর বাসীর শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন এবং ভবিষ্যতে আরও সম্প্রীতি ও সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করে

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande