
আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : রোগ চিহ্নিতকরণে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। জাতীয় দন্ত চিকিৎসক দিবস ও বার্ষিক দন্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার প্রজ্ঞাভবনে তিনি এই আহ্বান জানান।
জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি শাখা এবং ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর রাজ্য শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এনএইচএম-এর রাজ্য মিশন অধিকর্তা সাজু ওয়াহিদসহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর রাজ্যে ডেন্টাল সার্ভিস রুলস কার্যকর হয়েছে, যা অন্য কোনও ডিসিপ্লিনে বিরল। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “নিজেকে প্রতিষ্ঠা করতে হলে নিজের মগজ ধোলাই জরুরি, এতে জনগণ উপকৃত হবেন।”
দাঁতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সঠিক ব্রাশিং অভ্যাস মানলে দাঁতের প্রায় সত্তর শতাংশ রোগ এড়ানো যায়। মুখ পরিষ্কার রাখার মূল চাবিকাঠি হল নিয়মিত ব্রাশ করা। লখনৌতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফরেনসিক সায়েন্স সম্মেলনে প্রদত্ত নিজের বক্তব্যের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, রোগ নির্ণয়ে স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “যত বেশি স্ক্রিনিং হবে, তত দ্রুত রোগ শনাক্ত করা যাবে। কোভিডের সময় এর বাস্তব প্রমাণ রাজ্য পেয়েছে। এইডস প্রতিরোধেও স্ক্রিনিং অত্যন্ত কার্যকর।”
সম্মেলনে উপস্থিত দন্ত চিকিৎসকরাও দাঁতের সুরক্ষা, ব্রাশিং পদ্ধতি এবং মৌখিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ