নিজের লেখা গান শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : নিজের লেখা গান শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানে গানে বিশ্বশান্তির বার্তা দেন তিনি। ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই গানটির ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গান গে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) :

নিজের লেখা গান শেয়ার করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানে গানে বিশ্বশান্তির বার্তা দেন তিনি।

৩ মিনিট ৫৩ সেকেন্ডের ওই গানটির ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটির চিত্রায়ণে কলকাতার একাধিক জায়গা দেখানো হয়েছে। বড়দিনে কচিকাঁচাদের সঙ্গে মমতার কাটানো সময়ের টুকরো ছবিও দেখা গিয়েছে ভিডিওতে।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময়ও একাধিক উদ্যোক্তার অনুরোধে পুজোর গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কালীপুজোতেও একটি গান প্রকাশ পেয়েছিল। ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছাও জানিয়েছিলেন নিজের লেখা গানে। ক্রিসমাসেও বজায় রইল একই ধারা। রাজ্যবাসীকে গানে গানেই শুভেচ্ছা জানালেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande