অসমে ফের সরকার গঠন করে হ্যাট-ট্রিক করবে বিজেপি, হাফলঙে মন্ত্রী পীযূষ
হাফলং (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : অসমে ফের সরকার গঠন করে হ্যাট-ট্রিক করবে বিজেপি, হাফলঙে বলেছেন রাজ্যের তথ্য ও জনসংযোগ এবং জলসম্পদ দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা। আজ বুধবার হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে ডিমা হাসাও জেলা বিজেপি নেতা ও কার্যকর্তাদের স
মন্ত্রী পীযূষ হাজরিকা


হাফলং (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : অসমে ফের সরকার গঠন করে হ্যাট-ট্রিক করবে বিজেপি, হাফলঙে বলেছেন রাজ্যের তথ্য ও জনসংযোগ এবং জলসম্পদ দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা।

আজ বুধবার হাফলঙে অটলবিহারী বাজপেয়ী ভবনে ডিমা হাসাও জেলা বিজেপি নেতা ও কার্যকর্তাদের সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে বৈঠকে মিলিত হন মন্ত্রী পীযূষ হাজরিকা। বৈঠকে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী বলেন, হাফলং বিধানসভা আসনে এবারও বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।

মন্ত্রী এদিন দৃঢ়তার সঙ্গে বলেন, অসমে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠন হচ্ছে এবং ড. হিমন্তবিশ্ব শর্মা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন। গত দশ বছরে অসমে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এক সময় অসমে মাত্র ছয়টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ছিল। এখন মেডিক্যাল কলেজ হয়েছে ২১টি। বিশ্ববিদ্যালয় ছিল ১২টি, এখন হয়েছে ৩১টি। গত দশ বছর আগে চাকরির জন্য পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা উৎকোচ দিতে হতো। কিন্তু বিজেপি সরকারের আমলে চাকরির জন্য উৎকোচের প্রয়োজন নেই, সম্পূর্ণ স্বস্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাচ্ছেন যুবক-যুবতীরা।

বিজেপি সরকারের আমলে অসমে শান্তি ফিরে এসেছে, নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। পথঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। দশ বছর আগে শুধু কম্বল, মশারি, সূতা বিতরণ করা হতো। কিন্তু বিজেপি সরকারের দিনে মহিলা উদ্যোমিতা প্রকল্প, নিযুত ময়না, অরুণোদয় প্রকল্পের মতো বহু জনকল্যাণমুখী প্রকল্প শুরু হয়েছে।

গত দশ বছরে অসমের সকল জাতি-জনগোষ্ঠীর সমউন্নয়ন হয়েছে বলে জানিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে অসমের সকল জাতি-জনগোষ্ঠীর মানুষ বিজেপিকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে ফের সরকার গঠন করতে সহায়তা করবেন। ফলে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন ড. হিমন্তবিশ্ব শর্মা।

ডিমা হাসাও জেলা বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে হাফলং আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করতে আগামী তিন মাস একজোট হয়ে কাজ করে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আহ্বান জানিয়েছেন পীষূষ।

এদিকে পশ্চিম কারবি আংলং জেলায় সংগঠিত হিংসাত্মক ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, সমগ্র ঘটনার সুত্রপাত ভুল বোঝাবুঝি থেকে। এ ধরনের হিংসাত্মক ঘটনায় শান্তি ও প্রগতি বিনষ্ট হবে। বর্তমানে কারব আংলং জেলা প্রগতির পথে বহু এগিয়ে গেছে। তাই উন্নয়নের স্বার্থে কারবি আংলং জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী পীযূষ হাজরিকা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande