পারমিটবিহীন অটোরিকশা বিক্রির অভিযোগে আগরতলায় বাজাজ শোরুমের বিরুদ্ধে এফআইআর
আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : পারমিট ছাড়া পাঁচশোরও বেশি অটোরিকশা বিক্রির গুরুতর অভিযোগে পূর্ব আগরতলা থানায় বাজাজ অটো শোরুমের বিরুদ্ধে এফআইআর দাখিল হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোচালকদের নিয়ে বুধবার মজদুর মনিটরিং সেল এই অভিযোগ দায়ের করে। শোরুমটি অবিলম্
থানায় ডেপুটেশন


আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : পারমিট ছাড়া পাঁচশোরও বেশি অটোরিকশা বিক্রির গুরুতর অভিযোগে পূর্ব আগরতলা থানায় বাজাজ অটো শোরুমের বিরুদ্ধে এফআইআর দাখিল হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোচালকদের নিয়ে বুধবার মজদুর মনিটরিং সেল এই অভিযোগ দায়ের করে। শোরুমটি অবিলম্বে বন্ধ করার দাবিও তুলেছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বৈধ পারমিট ছাড়া কোনও অটো বিক্রি করা যায় না। কিন্তু অভিযোগ, গত তিন চার মাসে বাজাজ শোরুম থেকে প্রায় পাঁচ শতাধিক অটোরিকশা পারমিটবিহীন অবস্থায় বিক্রি করা হয়েছে। জীবিকা নির্বাহের আশায় শ্রমিকরা অটো কিনে বাড়ি নিয়ে গেলেও রাস্তায় বেরোতে গিয়ে ট্রাফিক পুলিশের জালে পড়ছেন। পারমিট না থাকায় মোটা অঙ্কের জরিমানা গুনতে বাধ্য হচ্ছেন চালকরা। এতে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বহু অটোশ্রমিক।

এই পরিস্থিতিতে রাস্তায় নেমেছে মজদুর মনিটরিং সেল। সংগঠনের সভাপতি বিপ্লব কর জানান, “সরকারের স্পষ্ট নিয়ম থাকা সত্ত্বেও বাজাজ শোরুম কর্তৃপক্ষ লোভে পড়ে শ্রমিকদের দুর্ভোগের মধ্যে ফেলেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং শোরুমটি অবিলম্বে বন্ধ করতে হবে।”

এদিনের কর্মসূচিতে শহর আগরতলা ও আশপাশ এলাকার বহু ক্ষতিগ্রস্ত অটোচালক উপস্থিত ছিলেন। জানা গেছে, শুধুমাত্র রাজধানী নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও পারমিট ছাড়া অটো কিনে একই সমস্যায় পড়ছেন বহু মালিক। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে নেমেছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande