বিপুল প‌রিমাণ ড্রাগস সহ পাথারকা‌ন্দির যুবক আটক এরা‌লিগু‌লে।জব্দ বাহন
শ্ৰীভূমি (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : প্ৰায় ৪৬ লক্ষ টাকার হেরোইন সহ নিলামবাজার পুলিশ গ্রেফতার করেছে পাথারকা‌ন্দি থানাধীন জ‌কিয়ালা গ্রামের জনৈক আব্দুল খা‌লিকের ছেলে আব্দুল সালামকে। জানা গেছে, গোপন খব‌রের ভি‌ত্তি‌তে গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে নিলাম
৪৬ লক্ষ টাকার হে‌রোইন সহ গ্রেফতার আব্দুল সলাম


শ্ৰীভূমি (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : প্ৰায় ৪৬ লক্ষ টাকার হেরোইন সহ নিলামবাজার পুলিশ গ্রেফতার করেছে পাথারকা‌ন্দি থানাধীন জ‌কিয়ালা গ্রামের জনৈক আব্দুল খা‌লিকের ছেলে আব্দুল সালামকে।

জানা গেছে, গোপন খব‌রের ভি‌ত্তি‌তে গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে নিলামবাজার থানা এবং বারইগ্রাম পু‌লিশ পেট্রোল পোস্টের একদল কর্মীা এরা‌লিগুল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে এএস ১১ এস ৬৩০৯ নম্ব‌রের এক‌টি সুইফ্ট ডিজায়ারের গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে গা‌ড়ি থে‌কে ১৪টি সাবা‌নের কেসে ভরতি ২৩০ গ্রাম স‌ন্দেহযুক্ত মাদক হে‌রোইন উদ্ধার করেন অভিযানকারীরা। উদ্ধারকৃত হেরোইনগুলির কা‌লোবাজারে মূল্য কমপক্ষে ৪৬ লক্ষ টাকা হ‌বে ব‌লে পু‌লিশ সূত্রে জানা গে‌ছে।

মাদক পাচারের সঙ্গে জ‌ড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে করা হ‌য়ে‌ছে পাথারকা‌ন্দি থানাধীন জ‌কিয়ালা গ্রামের জনৈক আব্দুল খা‌লিকের ছেলে আব্দুল সালামকে। ধৃতের বিরুদ্ধে নিলামবাজার থানায় এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande