
মালদা, ২৪ ডিসেম্বর (হি. স. ): হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডে উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায়। বুধবার মালদার মনোহরপুর মুচিয়ায় হিন্দু সনাতনীরা খোল করতাল নিয়ে প্রতিবাদ জানান। স্লোগান ওঠে হিন্দু-হিন্দু ভাই, ভাই। বিশ্ব-সহ পশ্চিমবঙ্গের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। মালদার পাশাপাশি বনগাঁর ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। দাহ করা হয় কুশপুতুল। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অসীম সরকার ও অন্যান্য নেতৃত্ব।নোহরপুর মুচিয়ায় সীমান্তে বাংলাদেশে হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হিন্দু সংগঠন। অবিলম্বে দিপু দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি