
সাব্রুম (ত্রিপুরা), ২৪ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পূর্ব জালেফায় জেলা শিল্প কেন্দ্র (ডিআইসি)-এর নতুন কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল বুধবার। রাজ্যের শিল্প প্রশাসনকে আরও বিকেন্দ্রীকরণ ও গতিশীল করতে এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।
২০১৮ সালের আগে রাজ্যে মাত্র চারটি জেলা শিল্প কেন্দ্র কার্যকর ছিল—আগরতলা, আমবাসা, উদয়পুর ও কৈলাসহর। পরবর্তীতে প্রশাসনিক কাঠামোকে মানুষের কাছাকাছি পৌঁছে দিতে বর্তমান সরকার ধর্মনগর, খোয়াই, বিশ্রামগঞ্জ ও সাব্রুমে নতুন চারটি ডিআইসি স্থাপন করে। চলতি বছরে ধর্মনগর ও সাব্রুমে এবং আগামী দিনে খোয়াই ও বিশ্রামগঞ্জে ডিআইসি-এর নিজস্ব কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাব্রুমে নতুন ভবনের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকা। শুধু প্রশাসনিক কার্যক্রমই নয়, দক্ষিণ ত্রিপুরার শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ডিআইসি-এর মাধ্যমে পিএমইজিপি, পিএম-এফএমই, এনবিএম, পিএম বিশ্বকর্মা, এমএসএমই-র র্যাম্প, স্বাবলম্বন ও দক্ষতা উন্নয়ন সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়।
এর আগে সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে শিল্প দফতরের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে একটি প্রশাসনিক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব, শিল্প দফতরের এডিশনাল ডিরেক্টর সব্যসাচী দেববর্মা, জেনারেল ম্যানেজার স্বপন মিত্রসহ অন্যান্য আধিকারিকরা।
অন্যদিকে, সাব্রুম রেলওয়ে স্টেশনের কাছে পশ্চিম জালেফায় প্রস্তাবিত এসইজেড-এর জন্য জমি অধিগ্রহণ ও সীমানা নির্ধারণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া শান্তিরবাজার ও বিলোনিয়ায় শিল্প এস্টেট নির্মাণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা আইসিপি সাব্রুমের উদ্বোধন দক্ষিণ ত্রিপুরায় শিল্প সম্ভাবনাকে আরও সুদৃঢ় করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ