
সিরসা, ২৪ ডিসেম্বর (হি.স.) : নেশার বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে হরিয়ানার সিরসায় শুরু হল ব্যাপক জনসচেতনতা অভিযান। সিরসা পুলিশের উদ্যোগে চলা নেশা-বিরোধী অভিযানে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বুধবার ‘আওয়াজ সিরসা ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর উদ্যোগে নেশা-বিরোধী সচেতনতা অভিযানের সূচনা হয়। পুলিশ সুপার দীপক সহারণ নেশা-মুক্তি বার্তাবাহী গাড়ির শুভ সূচনা করেন।
এই উপলক্ষে পুলিশ সুপার দীপক সাহারান বলেন, নেশার সরবরাহ শৃঙ্খল ভাঙার পুলিশের মূল লক্ষ্য। তবে সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নেশার মতো সামাজিক ব্যাধি নির্মূল সম্ভব নয়। তিনি গ্রাম পঞ্চায়েত, যুব সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্ব দেন।
তিনি জানান, ট্রাস্টের সভাপতির নেতৃত্বে এই সচেতনতা অভিযান জেলার প্রতিটি ঘরে পৌঁছে নেশা-মুক্তির বার্তা দেবে। পাশাপাশি শহরের আশপাশের এলাকায় নেশাগ্রস্ত ও অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করা হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশের এই উদ্যোগে সাড়া দিয়ে বহু যুবক নেশা ছাড়তে এগিয়ে আসছেন এবং প্রশাসনের সহায়তায় চিকিৎসার মাধ্যমে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য