রাজগঞ্জে মালবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গেল তৃণমূল নেতা সহ দুজনের
রাজগঞ্জ, ২৪ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জে বেপরোয়া ছোট মালবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গেল তৃণমূল নেতা সহ দুজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদের মধ্যে একজন রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্
রাজগঞ্জে মালবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গেল তৃণমূল নেতা সহ দুজনের


রাজগঞ্জ, ২৪ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জে বেপরোয়া ছোট মালবাহী গাড়ির ধাক্কায় প্রাণ গেল তৃণমূল নেতা সহ দুজনের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদের মধ্যে একজন রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্তম রায় এবং অপরজন সরকারপাড়া এলাকার বাসিন্দা মলিন রায়(১৮)।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বেলাকোবার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ছোট মালবাহী গাড়ি প্রথমে সরকারপাড়া এলাকায় যুবক মলিন রায়কে ধাক্কা মারে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।

এরপর পালানোর সময় বাগডোগরা অফিস এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটায়। সেইসময় বাগডোগরা অফিস মোড় এলাকায় বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি উত্তম রায়।ছোট মালবাহী গাড়ির ধাক্কায় তিনিও গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত উত্তম রায়কে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ জনতা ছোট মালবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানা ও বেলাকোবা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।গাড়িটিকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার নিহত মলিন রায় ও উত্তম রায় উভয়ের বাড়িতেই যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ একাধিক দলীয় নেতৃত্ব।শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান তারা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande