
পাউরি গাড়োয়াল, ২৪ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের
পাউরি গাড়োয়ালের ধান্ধ্রি গ্রামসভা এলাকায় চিতাবাঘের পর এবার ভালুকের চলাচল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রাম ও সংলগ্ন এলাকায় নিয়মিতভাবে চিতাবাঘ ও ভালুকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বুধবার নাগদেব পাউরি রেঞ্জের অধীন ধান্ধ্রি, চান্দোলা রায়নি, গাদোলি, থালি, রেভদি এবং ভিটাই গ্রামের বাসিন্দারা বন বিভাগের কাছে লিখিতভাবে সমস্যা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গ্রামবাসীরা জানান, গত ২১ নভেম্বর ধান্ধ্রি গ্রামে চিতাবাঘের হামলায় এক মহিলা আহত হন। ঘটনার পর বন দফতর খাঁচা বসালেও এখনও পর্যন্ত চিতাবাঘ ধরা পড়েনি।
এদিকে চান্দোলার সংলগ্ন এলাকায় দুটি ভালুক চলাচল করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ। ভালুকের আক্রমণে ১০০-রও বেশি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। গাদোলি থেকে রেভদি গ্রাম পর্যন্ত এলাকায় বন্যপ্রাণীর আনাগোনা ক্রমেই বাড়ছে, ফলে গ্রামবাসীরা চরম আতঙ্কে রয়েছেন।
এদিন বন দফতরের এক আধিকারিক গ্রামবাসীদের আশ্বাস দিয়ে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য