সাধু সেজে মাদক পাচার, আট কেজি গাঁজা সহ গ্রেফতার এক
পূর্ব চম্পারণ, ২৪ ডিসেম্বর (হি. স.) : বিহারের পূর্ব চম্পারণে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে অভিযান চালিয়ে সাধুর ছদ্মবেশে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। ৭১ নম্বর ব্যাটালিয়নের অধীন অথমোহন ক্যাম্পের জওয়ানরা নেপাল থেকে ভারত
সাধু সেজে মাদক পাচার, আট কেজি গাঁজা সহ গ্রেফতার এক


পূর্ব চম্পারণ, ২৪ ডিসেম্বর (হি. স.) : বিহারের পূর্ব চম্পারণে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে অভিযান চালিয়ে সাধুর ছদ্মবেশে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। ৭১ নম্বর ব্যাটালিয়নের অধীন অথমোহন ক্যাম্পের জওয়ানরা নেপাল থেকে ভারতে আনা আট কিলোগ্রাম গাঁজা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।

বুধবার এসএসবি সূত্রে জানা গেছে, সীমান্ত স্তম্ভ নম্বর ৩৫৯/১১-এর কাছে নাকা তল্লাশির সময় অভিযুক্তকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নরেশ দাস (৫১)। তিনি সাধুর পোশাকে সীমান্ত পার হয়ে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

এও জানা গেছে, অভিযুক্তকে আটক করার পর উদ্ধার হওয়া মাদক-সহ তাকে স্টেশন হাউস আধিকারিক সুধীর কুমারের কাছে হস্তান্তর করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande